র্যাবের অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার….
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানেএর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গত শনিবার (২১ মে) রাত ১২টা ৩০ মিনিটের দিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন কৈপাল গ্রামেএকটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩ (তিন) বোতল ফেনসিডিল, যার মূল্য আনুমানিক ৩ হাজার টাকা, মোবাইল ফোন ১টি, সিম কার্ড ২টি, নগদ ২৯ হাজার ৪৮ টাকাসহ মো. খলিল পাইক (৪০), পিতা-মৃত লাবু পাইক, সাং-কৈপাল, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদকত্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্ যে, এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১,কুষ্টিয়াকে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।।