জাহাঙ্গীর খাঁন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়া খোকসার পথের ঝুমা বৃষ্টির পানিতে ডুবে শিশু ইয়ানুর (২) মৃত্যু সংবাদ জানা গেছে। মৃত্যু ইয়ানুর উপজেলার শোমসপুর ইউনিয়ন চকহরিপুর গ্রামের মোঃ সোহাগ মোল্লার ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে গত মঙ্গলবার (২৪ মে) সকাল ৮ টার সময় সময় প্রতিবেশীদের ছেলেমেয়েদের সাথে খেলা করার ছলে বাড়ির পাশে গর্তে জমা বৃষ্টির পানিতে শিশুর ইয়ার আলী মুখচুবরে পড়ে থাকতে দেখে প্রতিবেশীগণ।
পরে শিশুটিকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান পানিতে ডুবে শিশুর মৃত্যুর সত্যতা স্বীকার করে বলেন এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।।