সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম:
গত বছরের ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারাদেশের ন্যায় কুড়িগ্রাম সদরের কাঠালবাড়ি ইউনিয়নেও ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করা রেদওয়ানুল হক দুলাল সর্বোচ্চ ভোট পেলেও বিজয়ী ঘোষণা নিয়ে তৈরী হয় নানা জটিলতা। সেই জটিলতার পর অবশেষে নির্বাচন কমিশন কর্তৃক সরকারি বিজ্ঞাপন তথা গেজেট প্রকাশ হয় মঙ্গলবার( ২৪ মে )।
সংশ্লিষ্ট সুত্র থেকে জানা যায়, কাঠালবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচনে অনুষ্ঠিত হলেও নানা জটিলতার পর অবশেষে নির্বাচন কমিশন কর্তৃক সরকারি গেজেট প্রকাশ হয় মঙ্গলবার ( ২৪ মে)।