মমিনুল হক রাকিবঃ
ঢাকায় বেড়ে উঠা লামিমা ২০১৭ সালে মডেলিং এর মাধ্যমে শোবিজ জগতে পদার্পণ করেন। সম্প্রতি দৈনিক আলোচিত কন্ঠের সাথে গল্পে মেতেছিলেন বর্তমান সময়ের আলোচিত এই অভিনেত্রী।
লামিমার জন্ম এবং বেড়ে উঠা ঢাকাতেই৷ মডেলিং এর মাধ্যমে শোবিজে পদার্পণ করেছেন বেশ কয়েকবছর আগে তবে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেছেন সম্প্রতি। ২০২০ সালে নির্মাতা কাজল আরেফিন অমি এর ধারাবাহিক “ব্যাচেলর পয়েন্ট- সিজন ৩” এর মাধ্যমে অভিনয় শুরু করেন লামিমা৷ ছোট পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করছেন তিনি৷
সম্প্রতি ঈদে মুক্তিপ্রাপ্ত নির্মাতা কাজল আরেফিন অমির “ফিমেল ২” নাটকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন লামিমা৷ এব্যাপারে জানতে চাইলে লামিমা বলেন, “ফিমেল ২ আমার করা কাজগুলোর মধ্যে অন্যতম পছন্দের একটি কাজ৷ এই কাজের জন্য দর্শকদের প্রশংসা পেয়েছি ব্যাপকভাবে। দর্শকদের এই ভালোবাসাই আমার অনুপ্রেরণা এগিয়ে যাওয়ার।”
অভিনয় এর সাথেই নিজের ক্যারিয়ার গড়তে চান এই তরুণ অভিনেত্রী। প্রতিনিয়ত নিজেকে নিয়ে কাজ করছেন দর্শকদের নিজের সেরাটা উপহার দেয়ার জন্য। এখন থেকে নিয়মিত বাংলা নাটকে দর্শকরা লামিমা কে দেখতে পাবেন বলে জানিয়েছেন তিনি৷
আসন্ন ঈদে লামিমার বেশ কিছু নাটক আসবে দর্শকদের জন্য। এছাড়াও “ব্যাচেলর পয়েন্ট” সিজন ৪ এও দেখা যাবে লামিমা কে।