ইয়াছিন মোল্লা –
পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ সোহরাওয়ার্দী কলেজস্থ মেহেন্দিগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ গঠন করা হয়েছে। শিক্ষা ভ্রাতৃত্ব প্রগতি এই স্লোগানকে সামনে রেখে, একতা ও মানবতার লক্ষ্যে সাধারণ ছাত্র ছাত্রীদের সার্বিক সহযোগিতার জন্য এই সংগঠন গঠন করা হয়। সংগঠনির সভাপতি হিসাবে দ্বায়িত্ব পেয়েছে অত্র কলেজের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র এবং সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক সাকিন আল মনির,এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছে রাসেল হোসেন।
সংগঠনটির গঠন করা সম্পর্কে জানতে চাইলে সাকিন আল মনির বলেন, আমাদের ক্যাম্পাসে প্রতিটি জেলারই সংগঠন রয়েছে তাদের মধ্যে আমাদের সংগঠনটিকে ক্যাম্পাসে অন্যভাবে পরিচয় করতে চাই। আমাদের উদ্দেশ্য সাধারণ ছাত্র ছাত্রীদের সহযোগিতা করার পাশাপাশি জেলার প্রতিটি শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব বোধ তৈরি করা। মেহেন্দিগঞ্জ জেলা থেকে আগত কোনো শিক্ষার্থী যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হতে হয় সেদিকে খেলায় রাখা হবে। এছাড়াও মনির বলেন মেহেন্দিগঞ্জ জেলার কোনো শিক্ষার্থীর যদি টাকার জন্য ফরম ফিলাপ বা ভর্তি হতে না পারে সেদিকেও খেয়াল রাখা হবে।সর্বপরী জেলার প্রতিটি শিক্ষার্থীর সার্বিক কল্যায়নে কাজ করবে আমাদের সংগঠন।