স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুন্নামেন্ট (অনুর্ধ্ব -১৭) উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি।
এ সময় তিনি বলেন মানসিক বিকাশ ও শাররীক উৎকর্ষ সাধনে খেলাধুলার গুরুত্ব অপারাসিম।একজন খেলোয়ার্ড খেলায় ভালো নৈপুন্ন দেখিয়ে দেশের নাম উজ্বল করতে পারে, তাই সকল কে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মননিবেশ করতে হবে, খেলাধুলা মনকে প্রফুল্ল রাখে। তিনি আরো বলেন জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন একজন ক্রিড়ামোদী ব্যক্তি ও খেলোয়াড।ওয়ান্ডার্স ক্লাবের খেলোয়াড ছিলেন তিনি,তার বড় ছেলে কামাল ও আধুনিক ক্রীড়ার উদ্বোধক।আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পিতার মতো ক্রীড়ামোদী। খেলাধুলার ব্যাপারে তিনি যথেষ্ট আগ্রহী।মাঝে মধ্যে তিনি খেলা দেখতে নিজেই স্টেডিয়ামে চলে যান। তিনি আরও বলেন প্রতিটি উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে।প্রতিটি জেলায় একটা করে সুইমিংপুল ও একটা করে জিমনেসিয়ামের চিন্তাও আমাদের রয়েছে।আশা করি আমরা ক্রিড়ার মাধ্যমে যুবকদের মদক থেকে দুরে আনতে সক্ষম হবো।
আজ ২৪ মে মঙ্গলবার সকালে দাকোপ উপজেলা পরিষদ মাঠ প্রঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (বালক অর্নুধ্ব ১৭)উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তিতায় জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে বক্তিতা করেন অতিরিক্ত পুলিশ সুপার সি-সার্কেল রাশেদ হাসান,দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান,উপজেলা সহকারী কমিশনার( ভুমি) গালিব মাহমুদ পাশা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন,দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ আননুর যায়েদ,উপজেলা স্বাস্হ ও পপ কর্মকর্তা ডাঃমোজাম্মেল হক,অনুষ্ঠানে চালনা পৌরসভার বিভিন্ন দাপ্তরিক প্রধান গন উপস্হিত ছিলেন।
এরপর প্রধান অতিথি দু”দলের খেলোয়াডদের সাথে পরিচিত হন।উদ্বোধনী খেলায় চালনা পৌরসভা ফুটবল একাদশ ৫-০ গোলের ব্যবধানে লাউডোব ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে।