মোঃ নুর নবী বোরহানউদ্দিন প্রতিনিধি।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আরএফএল’ ও রিগ্যাল ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেন।
বোরহানউদ্দিন উপজেলায় -আরএফএল গ্রুপের এক্সক্লুসিভ নন-প্লাস্টিকের দ্বিতীয় ও রিগ্যাল ফার্নিচারের শোরুম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে শোরুমের উদ্বোধন করেন কোম্পানির( ই ডি) মোঃ তকিরুল ইসলাম, (সিওও) সাইফুল আলম খান,
রিগ্যাল ফার্নিচারের শোরুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির( ই ডি) মোঃ তৌকিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন পৌরসভার তিন তিনবারের সফল মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম , বাটামারা পীর সাহেব কেবলা হযরত মাওলানা মহিবুল্লাহ পীর সাহেব বাটামারা। বোরহানউদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, আ ন ম আবদুল্লাহ স্যার, বোরহানউদ্দিন বাজার কমিটির সভাপতি জনাব কায়কোবাদ মিয়া সহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে তৌকিরুল ইসলাম বলেন, আমরা চাই বাংলাদেশ থেকে বেকারত্ব কমিয়ে আনতে,তাই আমরা কাজ করেতে চাই।আমাদের কোম্পানিতে এখন ১ লাখ ২০ হাজার লোক কাজ করে,ভবিষ্যতে আরো বেশি লোক এর কর্মসংস্থান হবে সেই দিক বিবেচনা করে, আমরা ভোলাতে ভেদুরিয়া ফেরীঘাটে জমি কিনেছি,সেখানে রিগ্যাল ফার্নিচার ও আর এফ এল এর ফ্যাক্টরী হবে।
বিশেষ অতিথি বক্তব্যে মেয়র রফিকুল ইসলাম বলেন,এভাবে যদি প্রতিটা কোম্পানি কাজ করে তাহলে বাংলাদেশ থেকে বেকারত্ব কমিয়ে আনা খুব সহজ হবে, পরে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে বোরহানউদ্দিন বাজারের মেইন সড়কে‘মোল্লা ফার্নিচার নামে এ শোরুমের যাত্রা শুরু হলো।