আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব এর সভা কক্ষে হেলভিটার্স এর তত্বাবধানে রুপান্তরের আয়োজনে সুইজারল্যান্ডের সহায়তায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিয়া হায়দার খান লিটন।
অপরাজিতা নারী সংগঠনের সাতুরিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক শিরিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. ডেজলিং তালুকদার, উপজেলা আওয়ামিলীগ’র দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেন ফরাজি, উপজেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মোল্লা, ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু সামেয় আকন, উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শাহনাজ লিপি, রাজাপুর সদর ইউনিয়ন আওয়ামী এর সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, রুপান্তরের ঝালকাঠি জেলা সমনয়কারী মো. মাহফুজুর রহমান, রুপান্তর-অপরাজিতা’র উপজেলা সমনয়কারী নাসরিন সুলতানা মুন্নির, ফাতিমা আক্তার, কানিজ ফাতিমা, নাজমিন বেগম, নাদিরা প্রমূখ। সঞ্চালনায় ছিলেন মো. আবুল কালাম আজাদ।
মতবিনিময় সভায় রাজনৈতিক নেতাদের কাছে রাজনৈতিক দলগুলোতে নারীদের প্রতিনিধিত্ব শতকরা ৩৩ ভাগ নিশ্চিতকরণের দাবী তুলে ধরেন অপরাজিতা নারীরা।