রাকিব হোসেন ঢাকাঃ
চাকরি রক্ষায় মৎস্য অধিদপ্তরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়)’ প্রকল্পের ৫১২ কর্মাচারী রোববার থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করছেন। সকালে শুরু হওয়া অনশনে অংশ নেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কর্মীরা। রাত ৯টায়ও তাদের অবস্থান নিতে দেখা গেছে। অনশনরত কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
ইউনিয়ন প্রকল্পের কর্মচারী কল্যাণ পরিষদের নেতারা বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের রাজস্ব বাজেটের আওতায় সরাসরি নিয়োগ পেয়েছেন। ৫০০ জন ক্ষেত্রসহকারী ও অন্যান্য পদে ১২ জনসহ মোট ৫১২ জনবল ২০১৫-২০১৬ অর্থবছর থেকে সাত বছর ধরে দায়িত্ব পালন করছে। প্রকল্পের মেয়াদ আজ ৩০ জুন শেষ হচ্ছে। ফলে মৎস্য উৎপাদনের ধারাবাহিকতা ব্যাহত হবে। বেকার হবে দক্ষ জনবল।
ইউনিয়ন প্রকল্পের কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. সাইদুর রহমান রহমান সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুজ্জামান ও কোষাদক্ষ সুমন হোসেন প্রমুখ।
মো. সাইদুর রহমান বলেন, ইতোমধ্যে ৫১২টি পদ অন্তর্ভুক্ত করে রাজস্বখাতে স্থানান্তরের জন্য মন্ত্রণালয়ের নির্দেশ থাকলেও তা কার্যকর হয়নি। দীর্ঘ ৭ বছর চাকরির পর এখন চাকুরিচ্যুত হলে মাঝ বয়সে নতুন করে চাকরিতে প্রবেশের সুযোগ থাকবে না। চাকরি স্থায়ীভাবে জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।