বাগেরহাট থেকে নিজস্ব প্রতিনিধি:
দেশের বিভিন্ন স্থানের মতো বাগেরহাটে জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
বাগেরহাট জেলা বিএনপি অফিসের সামনে জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসনে তালিম এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেখ মুজিবুর রহমান সাবেক এমপি, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি,এছাড়াও কামরুল ইসলাম গোরা, সিনিয়র যুগ্ম আহবায়ক বাগেরহাট জেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফকিরহাট উপজেলা, লায়ন ড. ফরিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক বাগেরহাট জেলা বিএনপি,ইঞ্জিনিয়ার মাসুদ রানা সদস্য বাগেরহাট জেলা বিএনপি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়াও শাহাদাত বার্ষিকীতে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার সিনিয়র নেত্রীবৃন্দ সহ প্রমূখ।