জৈন্তাপুরে ইম্পেরিয়াল হাসপাতালের উদ্যোগে
ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
বিলালুর রহমান জৈন্তাপুর উপজেলা প্রতিনিধিঃ
জৈন্তাপুরে সিলেট ইম্পেরিয়াল হাসপাতালের উদ্যোগে বন্যাদূর্গত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প’র আয়োজন করে। এতে বিশেষজ্ঞ চিকিৎসকগণ দিনব্যাপি চিকিৎসা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।
৪ জুন শনিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ফ্রি এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার সংলগ্ন মরিয়ম মেমোরিয়াল হাসপাতালের। বিশেষজ্ঞ চিকিৎসকগণের তথ্যাবধানে দরবস্ত ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহন করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের নেতৃত্বে ছিলেন সিলেট ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ এম এ মতিন। আরো উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ নজরুল ইসলাম, শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ মুসা এম এ কাইয়ুম। এসময় মেডিকেল ক্যাম্প পরিদর্শণ করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জামায়াত নেতা আবুল হোসেন, মাওলানা নাজমুল ইসলাম, সাংবাদিক ফয়েজ আহমদ, শামিম আহমদ, হাবিবুর রহমান, নূরুল হক, রুহেল আহমদ, প্রমুখ।