কিশোর গ্যাং এর ০৪ সদস্য ছিনতাইকৃত ০১টি মোবাইল সেটসহ গ্রেফতার………..
ডিবির ০১টি চৌকস টিম সুধারাম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন শিল্পকলা একাডেমীর সামনে ০৪/০৬/২০২২খ্রিঃ তারিখ ১৮.৩০ ঘটিকায় পৌঁছিলে ভিকটিম আব্দুর রহিমকে মারধর করে টাকা পয়সা ও মোবাইল ছিনতাইকালে ছিনতাইকারী কিশোর গ্যাং এর সদস্য ১। আতাউর রশিদ(১৯), পিতা-আনোয়ার রশিদ, সাং-লক্ষীনারায়নপুর, ৩নং ওয়ার্ড, নোয়াখালী পৌরসভা, থানা-সুধারাম, জেলা-নোয়াখালীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এই সময়ে অন্যান্য ছিনতাইকারীরা দৌড়াইয়া পালিয়ে যায়। ভিকটিম জানায় যে, ছিনতাইকারীরা তাহাকে মারধর করে তাহার নিকট থাকা ০১টি স্যামসাং এন্ড্রয়েড মোবাইল সেট ও নগদ ৫,০০০/-টাকা নিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী আতাউর রশিদ এর দেওয়া তথ্য মতে পরবর্তীতে পৌর পার্ক ও মাইজদী এলাকায় অভিযান পরিচালনা করে ২। খালেদ সাইফুল্লা প্রঃ অনন্ত(১৯), পিতা-শাহ মোয়াজ্জেম হোসেন, সাং-সাহাপুর, ৪নং ওয়ার্ড, ১১নং নেওয়াজপুর ইউপি, ৩। ফাহাদ চৌধুরী হিমেল(১৯), পিতা-দেলোয়ার হোসেন, সাং-সোনাপুর, ৮নং ওয়ার্ড, নোয়াখালী পৌরসভা, ৪। আব্দুর রহমান মিশু(২৫), পিতা-মৃত আব্দুল গোফরান, সাং-মতিপুর, ৬নং ওয়ার্ড, নোয়াখালী পৌরসভা, সর্বথানা-সুধারাম, জেলা-নোয়াখালীদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের দেহ তল্লাশী করিয়া আসামী আব্দুর রহমান মিশু(২৫) এর নিকট হইতে ভিকটিম আব্দুর রহিম এর ছিনতাইকৃত স্যামসাং এন্ড্রয়েড মোবাইল সেট ১৯.৩০ ঘটিকার সময় উদ্ধার করা হয়। এই সংক্রান্তে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে আসামীদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।