তাহিরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত।
তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি
শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা,এই স্লোগানে বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তাহিরপুর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা গনমিলনায়তনে উপজেলা আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে জেলা কমান্ডার কামরূজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব রায়হান কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসান উদ দৌলা,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,উপজেলা আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষক কমলা আক্তার রুবি,আনসার বিডিবি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম,অবসর প্রাপ্ত আনসার ভিডিপি সাবেক কর্মকর্তা মোঃ মামুনর রশিদ প্রমুখ। এসময় উপজেলার সকল আনসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।বক্তারা বলেন বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সকল উন্নয়ন কর্মকান্ড ও সাফল্যের অন্যতম অংশিদার,জনসম্পৃত্ত সুশৃঙ্খল এ বাহিনী গুরুত্বপূর্ণ সরকারি বে সরকারি নিরাপত্তা নিশ্চিত করন,পরিবার পরিকল্পনা জনস্বাস্থ্য, দুর্যোগ মোকাবেলা, পরিবেশ রক্ষা, বৃক্ষ রোপন, নারী ও শিশু পাচার রোধ,আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে অনবদ্য অবদান রাখছে এই বাহিনী। আমরা এই বাহিনীর উত্তর উত্তর সাফল্য কামনা করছি।