রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগে নতুন চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ
রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা ও অর্থনীতি বিভাগের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ০১.০৬.২০২২ তারিখ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয়। আজ ৫ জুন রবিবার আনুষ্ঠানিক ভাবে তাঁরা দায়িত্বভার গ্রহণ করেছেন। বাংলা বিভাগের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ড. ফখরুল ইসলাম এবং অর্থনীতি বিভাগের জনাব শারমিন সুলতানা।
সকালে নিজ নিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণের পর তারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এ স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম-এর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন। বিভাগ পরিচালনায় তারা উপাচার্যের সহযোগিতা কামনা করেন এবং চেয়ারম্যান নিযুক্ত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় উপাচার্য মহোদয় তাঁদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন এবং সার্বক্ষণিক শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণ ও সময়মত পরীক্ষা গ্রহণের জন্য তৎপর হতে বলেন।