সীতাকুণ্ড ট্রাজেডিতে ক্ষতিগ্রস্তদের পাশে আল্লামা শফিপুত্র শাইখূল হাদীস আল্লামা আনাস মাদানী
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আহতদের চিকিৎসাসেবা ও নিহতদের পরিবারের সহযোগিতায় দলমত-নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন, চ্যারেটি আল্লামা শাহ আহমদ শফি রাহ. ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখুল হাদীস আল্লামা আনাস মাদানী।
চট্টগ্রাম বিএম কনটেইনার ডিপোতে হতাহতদের খোঁজ খবর নিতে
জরুরী চিকিৎসা সামগ্রী ও খাবার পানীয় নিয়ে গভীর রাতে অগ্নিদগ্ধ রোগীদের জন্য চট্টগ্রাম মেডিকেলের অগ্নিদগ্ধদের মাঝে নগদ অর্থ ও শুষ্ক খাবার, পানীয় নিয়ে ছুটে আসেন।
তিনি বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক ভাবে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন।
এ মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, চ্যারেটি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ফাউন্ডেশনের উপদেষ্টা জামিয়া ইসলামিয়া মেসবাহুল উলূম নাসিরাবাদ মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ আবদুল জাব্বার। চ্যারেটি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক, মাজলুম জননেতা মাওলানা মুঈনুদ্দীন রুহী। জামিয়া ইসলামিয়া মখজনুল উলূম মাদ্রাসার পরিচালক, আল্লামা আব্দুর রহমান, জামিয়া ইসলামিয়া মিসবাহুল উলূম নাসিরাবাদ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, মাওলানা শামসুদ্দিন আফতাব
মারকাযুশ শাইখ আহমদ শফী চট্টগ্রাম এর জিম্মাদার, মুফতি ওসমান গনি চৌধুরী, প্রমূখ।
তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।