ভাঙ্গন ঠেকাতে ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যানের উদ্যোগে বাঁশের পাইলিং
সাইফুর রহমান শামীম ,কুড়িগ্রাম:
ভাঙ্গনের কবলে পড়েছে ধরলার তীরবর্তী কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চর বড়াইবাড়ি গ্রামের ২২ টি পরিবার। ভাঙ্গন ঠেকাতে গত দুইদিন ধরে অস্থায়ী বাঁশের পাইলিং দিচ্ছে ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। টানা কয়েকদিনের বৃষ্টিতে পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার খোচাবাড়ি এলাকার নালার পানির স্রোতে চর বড়াইবাড়ি এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। প্রায় ২০০ ফুট জায়গা ধসে ভাঙ্গনের কবলে পড়ে ভোগডাঙ্গা ইউনিয়নের চর বড়াইবাড়ি এলাকার অন্তত ২২ টি পরিবার। খবর পেয়ে ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান ভাঙ্গনরোধে শ্রমিক দিয়ে ইতিমধ্যে সাময়িকভাবে ২৫ শত বস্তা ফেলে বাঁশ ও গাছের পাইলিং দিয়ে কিছুটা পরিবারগুলোকে রক্ষা করেছে। স্থানীয় বাসিন্দারা এই স্থানে জরুরিভাবে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছে। তবে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান জানিয়েছেন, আপাতত অস্থায়ী এ উদ্যোগ নেয়া হলেও সরকারি ভাবে সহযোগিতা পেলে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভাঙ্গনের মুখে পড়েছে ভূমিহীন মকবুল, আবুল,বাদশা, হাসেন, শাবুদ্দিন, সাইদুর, আজকার, পনির ,শামসুল সহ ওই গ্রামের ২২ টি পরিবার । মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে ভাঙ্গন কবলিত স্থানে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান নিজ উদ্যোগে এবং সংশ্লিষ্ট ইউপির সংরক্ষিত আসনের সদস্যর স্বামী শফিকুলের সহযোগিতায় ইতিমধ্যে ভাঙ্গন কবলিত এলাকায় শ্রমিক দিয়ে ২৫ শত বস্তা ফেলানো হয়েছে এবং বাঁশ ও গাছ দিয়ে পাইলিং দেয়া হয়েছে। সরকারি ভাবে সহযোগিতা পেলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান।