রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিপক্ষে প্রাণীবিদ্যা বিভাগের জয়।
ইয়াছিন মোল্লা (সোনারগাঁও প্রতিনিধি)
রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে মুজিব শতবর্ষ উপলক্ষে অত্র কলেজের বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ চ্যাম্পিয়ন হয় টিম প্রাণিবিদ্যা।
মঙ্গলবার (৭ জুন) বিকেল ০৩ টায় ক্যাম্পাস প্রাঙ্গনে অত্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোহসিন কবীর রাষ্ট্রবিজ্ঞান বনাম প্রাণিবিদ্যার মধ্যকার ফাইনাল খেলার উদ্বোধন করেন। শুরুতে টসে জিতে ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয় প্রাণিবিদ্যা বিভাগ। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১২ ওভার ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ১০৪ রানের বিশাল লক্ষ্য দেয় প্রাণিবিদ্যা বিভাগ।
ব্যাট হাতে বিশাল জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শুরু থেকেই প্রাণিবিদ্যা বিভাগের আক্রমণাত্মক বোলিংয়ের মুখে পড়ে ৪৮ রানে ৭ উইকেট হারিয়ে এক ওভার হাতে রেখে তাদের ইনিংস ঘোষণা করে। ফলে ৫৬ রানের বিশাল ব্যবধানে জয় পায় টিম প্রাণিবিদ্যা।
প্রাণিবিদ্যার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৮ রান করে একই সাথে ম্যান অব দ্যা ম্যাচ এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন ব্যাচ ১৬ এর ছাত্র আমির হামজা।
দুর্দান্ত অলরাউন্ডার পারফরম্যান্সে দলকে জয়ের বন্দরে এগিয়ে নিয়ে যান ব্যাচ ১৬ এর আরেক শিক্ষার্থী মনজুরুল আজিম ভূঁইয়া (তুষার)। শেষের দিকে ঝড়ো ব্যাটিং এবং বল ঘুরিয়ে ৪ ওভারের বিনিময়ে তুকে নিয়েছেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট।
চ্যাম্পিয়ন টিমের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সদ্য সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ভুঁইয়া।
চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ব্যাচ ১৪ এর শিক্ষার্থী সাইফুল ইসলাম তুহিন বলেন, ”আজকের এই চ্যাম্পিয়ন হওয়ার পেছনে দলের সকল অবদান রয়েছে। আমাদের ছেলেরা যথেষ্ট পরিশ্রম করেছে তারই ফলস্বরূপ আজকের এই জয় এবং যারা আমাদের প্রতিপক্ষ দল ছিল তাও যোগ্য হিসেবে রানার্সআপ হয়েছে। সব কিছু মিলিয়ে দারুণ উপভোগ্য ছিল এই ম্যাচটি এবং আমাদের আজকের এই জয়টি আমরা উৎসর্গ করছি বিদায়ী ব্যাচ ১৪ কে।”
চ্যাম্পিয়ন টিমকে অত্র কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সকল শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এছাড়াও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিমকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাংবাদিক সমিতি (সোকসাস) এবং বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার পক্ষ থেকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।