
নানা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক মেয়ের মৃত্যু

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা বাড়ি বেড়াতে গিয়ে নদীর পানিতে ডুবে হাবিবা (১১) নামে এক মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুর সাড়ে ১ দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বিন্যাগাড়ীর কদমতলী ঘাটে এ ঘটনাটি ঘটে। নিহত হাবিবা ঘোড়াঘাট পৌরসভার ওসমানপুর (শ্যামপুর) এলাকার জাকিরুল ইসলামের মেয়ে। নিহতের স্বজনরা জানিয়েছেন, বাড়ির পাশে নদী থাকায় এলাকার ছেলে মেয়ে সহ হাবিবা গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে ছেলে মেয়েরা চিৎকার করলে লোকজন ছুটে গিয়ে নদী থেকে হাবিবা কে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক, পরিক্ষা নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করে।