.বাজেটে যেসব পণ্যের দাম বাড়ল ও কমলো……….
. স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পণ্যের সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক অথবা মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) বাড়ানো হয়েছে। এতে এসব পণ্য আমদানিতে ব্যয় বাড়তে পারে। কিছু ক্ষেত্রে দেশে উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে কর বাড়ানো হয়েছে। ফলে দাম বাড়তে পারে।
পাশাপাশি নানা পণ্যের সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক অথবা মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) কমানো হয়েছে। এতে এসব পণ্য আমদানিতে ব্যয় কমতে পারে। কিছু ক্ষেত্রে দেশে উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে কর ছাড় দেয়া হয়েছে। ফলে দাম কমতে পারে।
দাম বাড়ছে, সিগারেট, ই-সিম, মাইক্রোবাস, পনির, দই, শেভিং উপকরণ, পরিষ্কারক যন্ত্র,, প্রসাধনী, এয়ার ফ্রেশনার, অ্যান্টি-ব্যাকটেরিয়াল পণ্য, জিআই ফিটিংস, প্রথম শ্রেণির রেল পরিষেবা, মেডিটেশন সেবা, কোভিড-১৯ টেস্ট কিট, পিপিই, মাস্ক, ল্যাপটপ, লিফট, এয়ার কন্ডিশনার প্রিন্টার, টোনার কার্টিজ, ব্যাংকিং, রেফ্রিজারেটর ও ফ্রিজার, অ্যালুমিনিয়াম ফয়েল, অপরিশোধিত আলকাতরা, বিদেশি পাখি,
প্রিন্টিং প্লেট,ক্যাশ রেজিস্ট্রার, ফ্যান মোটরসাইকেল,
লাইটার, সিএনজি, কম্পিউটার প্রিন্টার ও টোনার, মোবাইল চার্জার, কার্বন ডাই-অক্সাইড গাড়ি,
দাম কমছে :, এসি রেস্তোরাঁর খাবারের মূল্য, লঞ্চ ভাড়া, মানবসৃষ্ট ফাইবার, ইস্পাত কাঁচামাল কাগজ ও কাপড়, হুইলচেয়ার, হিয়ারিং এইড, এলইডি টেলিভিশন, পোষা প্রাণির খাদ্য, কৃষি পণ্য, পোল্ট্রি ফার্মের যন্ত্রপাতি, মুড়ি, চিনি,পাওয়ার টিলার ফিশ ফিড, ব্রেইল বই, মরিচা রোধক ইস্পাত কাজুবাদাম,
স্বর্ণালঙ্কার,শ্রবণ সহায়ক যন্ত্র, হাঁস, মুরগি ও গবাদি পশুর খাবারপানির ফিল্টার, বিমানের টায়ার, পেস্তা বাদাম।