ভারতে রাসুল(সাঃ) কে কটুক্তির প্রতিবাদে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে মানববন্ধন
রুহুল আমিন,পবিপ্রবি প্রতিনিধি –
ভারতে বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্ব নবী মুহাম্মদ (সাঃ) ও উম্মাহাতুল মু’মিনীন হযরত আয়শা (রাঃ) এর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে গতকাল ১০ই জুন শুক্রবার পবিত্র জুমার নামাজের পর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বহিঃস্থ বরিশাল ক্যাম্পাসে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এএনএসভিএম সেন্ট্রাল মসজিদের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানার এবং পোস্টারে বিভিন্ন স্লোগান লিখে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচি শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি সেন্ট্রাল মসজিদ থেকে শুরু হয়ে খানপুরা প্রদক্ষিণ করে গেইটে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিবাদ সভা থেকে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি উপস্থাপন করেন।
তাঁরা অনতিবিলম্বে নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের গ্রেফতার এবং শাস্তি দাবি করেন। এছাড়াও তাঁরা হুশিয়ারী দেন,
আবার যদি আল্লাহর রাসুল(সাঃ) কিংবা ইসলাম নিয়ে কোনো প্রকার কটুক্তি করা হয় তাহলে মুসলমানরা সংঘবদ্ধ হয়ে তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করবে।
প্রতিবাদ সমাবেশ থেকে প্রতি ভারতীয় পণ্য বয়কট এবং ভারত সরকারকে চাপ প্রয়োগের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানান।