কিশোরগঞ্জে গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত।
লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দেশীয় ফল উৎসব। শনিবার (১১ জুন) দুপুরে উপজেলা পুলেরঘাট ঐতিহ্যবাহী পাকুন্দিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি উদ্যোগে এ কলেজের হল রুমে উৎসব আয়োজিত হয়। ফল উৎসবে উপজেলা বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন। এ সময় পাকুন্দিয়া এলাকায় উৎপাদিত দেশীয় ফল আম, জাম, লিচু, আনারস, খেজুর, কলা, পেয়ারা, লটকন, পেঁপে, কাঁঠালসহ নানা রকম ফল ও ফলের জুস দিয়ে উপস্থিত ফলপ্রেমীদের আপ্যায়ন করা হয়। আয়োজকরা জানান, পাকুন্দিয়া এলাকার গাছপালায় উৎপাদিত ফলমূলের খ্যাতি রয়েছে কিশোরগঞ্জ দেশের নানা প্রান্তে। রসালো এসব ফল বিক্রি করেই এলাকার বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহ করেন। ফলের মৌসুমে স্থানীয় পুলেরঘাট বাজার থেকে দৈনিক লাখ টাকার ফল বিক্রি হয়ে থাকে নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে ফলকে পরিচিত করতেই এ আয়োজন। ফল উৎসবে ডেন্টাল সার্জন ডাঃ মোঃ জিয়া উদ্দিন টিটু,আহমেদ বিদ্যানিকতনর পরিচালক ফারুক আহমেদ, কায়স্থ পল্লী জগৎ তারা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক বোরহান উদ্দিন, ইকরা পাবলিক স্কুল পরিচালক রুবেল মিয়া, শিক্ষক অবঃ হোসেন আলি, কাচিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হীরা মিয়া, তাজুল ইসলাম, জুনাইদ, মশিউর ফারভেজ, প্রমুখ বক্তব্য রাখেন।