গাংনী সীমান্তে ৫টি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার
মোঃ কামাল হোসেন খাঁন মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীর খাসমহল সীমান্ত থেকে ৫টি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক। উদ্ধারকৃত বোমাসদৃশ্য বস্তুগুলো পানি ভর্তি বালতিতে রাখা হয়েছে।
তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হাফিজুর রহমান জানান,শনিবার রাত ৯ টায় ভারতীয় সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে ১৩৮/১এস পিলারের কাছাকাছি একটি পুকুরের মধ্যে বোমা সদৃশ্য বস্তু রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে বোসদৃশ্য বস্তু নিশ্চিত হওয়ার পর পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে।
ধলা পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ এএসআই আজম জানান,বিজিবি’র দেয়া তথ্য অনুযায়ী লালটেপ দিয়ে মড়ানো ৫টি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করে ক্যাম্পে নেয়া হয়েছে।
স্থানীয়রা জানান,খাসমহল গ্রামের জনৈক্য হান্নান আলীর পরিত্যক্ত পুকুরে কে বা কারা বোমাসদৃশ্য বস্তুুটি রেখে যায়। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন,বোমাসদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এঘটনার জড়িতদের দ্রত চিহিৃত করে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ভয়ভীতি দেখানোর জন্য এগুলো রাখা হতে পারে। এ ঘটনায় আতংকিত হওয়ার কিছু নেই।