ভোলার দৌলতখানে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
মোঃ শাহীন সোহাগ: দৌলতখান উপজেলা প্রতিনিধি :
ভোলা দৌলতখান পৌরসভায় ইয়াবা ও গাঁজাসহ রিঙ্কু নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ভোলা জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
স্থানীয়রা জানান, শনিবার (১১ জুন) বিকাল ৫ টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারি পরিচালক দিদারুল আলমের নেতৃত্বে সাবিনা ইসলাম রিঙ্কু নামের এক মাদক ব্যবসায়ীকে তার নিজ বাসা থেকে ১ পিস ইয়াবা ট্যাবলেট (মাদক) ও ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
রিঙ্কু ভোলা ২ আসনের সাবেক সাংসদ মরহুম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী ও ভবানীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওলাদ হোসেনের বোন। তিনি দৌলতখান পৌরসভা ৫ নং ওয়ার্ড চকবাজার এলাকার বাসিন্দা।
রিঙ্কু দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তার বাসায় নিয়মিত মাদক সেবনকারীদের যাতায়াত ছিলো বলে এলাকাবাসী জানান।
ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপ পরিদর্শক শফিকুল ইসলাম মিয়া বাদী হয়ে দৌলতখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাবিনা ইসলাম রিংকুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন, মামলা নং ৭।
এ বিষয়ে ভোলা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক দিদারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রিংকুর বাসায় ১ হাজার পিস ইয়াবা রয়েছে। এমন সংবাদে অভিযান পরিচালনা কালে আমাদের উপস্থিতি টের পেয়ে টয়লেটে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট (মাদক) ফেলে দেয় রিঙ্কু। সে দীর্ঘদিন যাবৎ মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত। তার বাসায় নিয়মিত মাদক সেবনকারীদের যাতায়াত রয়েছে। জিজ্ঞাসাবাদে রিঙ্কু স্বীকার করেছে। তার বিরুদ্ধে দৌলতখান থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।