খুলনার দাকোপের বাজুয়া সুরেন্দ্রনাথ ও কলেজ মাঠে প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপের বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রী মহাবিদ্যালয়ে মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা ফজিতুন নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ জুন সোমবার সুরেন্দ্রনাথ ডিগ্রী কলেজ মাঠে খেলায় অংশ গ্রহন করেন পুর্ব বাজুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চুনকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়।খেলাটি নিদিষ্ট সময়ে গোল না হওয়ায় ট্রাইব্রেকারে উপনিত হলে , চুনকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে পুর্ব বাজুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে।
এছাড়া বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহন করে বাজুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং চুনকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় এতে বাজুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে জয় লাভ করে।
উক্ত খেলায় উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শ্যামল রায়।
সম্নানিত অতিথি ছিলেন দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্বল দত্ত এসময় তিনি বলেন মানষিক বিকাশ ও শাররীক উৎকর্ষ সাধনে খেলাধুলার গুরুত্ব অপরিসিম।তাই লেখাপড়ার পাশা পাশি খেলাধুলার চর্চা করতে হবে।একজন খেলোয়াড আন্তজার্তিক পর্যায়ে ভালো সৈপুন্ন প্রদার্শণ করে দেশের নাম উজ্বল করতে পারে তাই লেখাপড়ার পাশাপাশি সকলকে খেলাধুলার অনুশিলন করতে হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ও সি তদন্ত আশরাফুল আলম, এএসআই জাহিদুর ইসলাম, প্রধান শিক্ষক অশোক মন্ডল,সহকারী শিক্ষক বন্যা সিকদার,অনিমেশ মন্ডল, শচী রায়, ভবতোষ বিশ্বাস,যুথিকা রায়, তুহিন রপ্তান,আকাশ রায়।
উক্ত খেলাটি পরিচালনা করেন প্রদীপ ইজেদ্দার ও শান্ত ইজেদ্দার।
খেলার শেষে বিজয়ী ও রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন অতিথি বৃন্দ।