
ভোলায় অবৈধ চিংড়ির রেনু ও পাঙ্গাসের পোনা জব্দ,আটক ১

মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক: ভোলার বোরহানউদ্দিন ও চরফ্যাশনের দক্ষিণ আইচায় অবৈধ চিংড়ি রেনু ও পাঙ্গাসের পোনা জব্দ করা হয়েছে। জানা গেছে,১২ই মে সোমবার সকালে জেলা আইন-শৃঙ্খলা মিটিং এ বিষয়গুলো নিয়ে উত্থাপিত হলে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান ও পুলিশ সুপার মোঃ শরিফুল হকের নির্দেশে ঐদিন সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন মাছঘাটে অভিযান পরিচালনা করে নদী থেকে ধরা ৭৫ কেজি পাঙ্গাসের পোনা জব্দ করা হয় এবং একজনকে আটক করা হয়। জব্দকৃত পাঙ্গাস মাছের পোনা ০৩ টি এতিমখানায় বিতরণ করা হয় এবং ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত একজনকে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয় এবং চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন বড় গৌরাঙ্গ নদীতে থানা পুলিশ, নৌ-পুলিশ, মৎস্য ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে চিংড়ি পোনা ধরার কাজে ব্যবহৃত বিন্দি ও বাগদা জলে ব্যবহৃত রশি ১২০ কেজি, মূল্য অনুমান ৪৮০০০ টাকা এবং কারেন্ট জাল ২০০ মিটার, মূল্য অনুমান ৩৬০০ টাকা (সর্বমোট মূল্য ৫১৬০০ টাকা) উদ্ধার করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত রশি ও কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। কচ্ছপিয়া ঘাট, নবীনগর ঘাট সহ সংশ্লিষ্ট এলাকার মাঝিদের নদীতে মাছ ধরা সংক্রান্ত বিষয়ে সরকারী নির্দেশনাসমূহ শোনানো এবং সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নির্দেশে বোরহানউদ্দিনে অভিযান পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান ও বোরহান উদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। চরফ্যাশনের দক্ষিণ আইচায় অভিযান পরিচালনা করেন দক্ষিণ আইসা থানার ওসি মোঃ এরশাদুল হক ভূঁইয়া সহ থানা ও নৌ পুলিশ,কোস্টগার্ড ও মৎস্য অফিসের বিভিন্ন টিম।