রেজওয়ানুল ইসলাম রনি,স্টাফ রিপোর্টার: লন্ডনের মেয়রের কার্যালয় দি সিটি হল পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মেয়র মুজিবুর রহমান। লন্ডন এসেম্বি মেম্বার ফর সিটি এন্ড ইষ্ট, উমেস দেসাইয়ের আমন্ত্রনে তিনি এ পরিদর্শন করেন। এসময় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার খালেস উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় বেলা ১২ টায় তিনি টেমস নদীর তীরে অবস্থিত মনোরম সিটি হল পরিদর্শন করেন।
এর পূর্বে পূর্ব লন্ডনের বার্কিং কাউন্সিলের লিডার ড্যারেন রড ওয়েলের আমন্ত্রনে বার্কিং টাউন হল পরিদর্শন করেন মেয়র মুজিবুর রহমান। সকাল সাড়ে ১০টায় বার্কিং টাউন হলে পৌঁছালে মেয়র মুজিবুর রহমানকে স্বাগত জানান বার্কিং কাউন্সিলের লিডার ড্যারেন রড ওয়েল। এসময় মেয়র মুজিবকে গ্রাউন পরিয়ে অভ্যর্থনা জানান কাউন্সিল লিডার। পরে, মেয়র মুজিবুর রহমানকে লন্ডন বরা অফ বারকিং এন্ড ডেগেনহাম কাউন্সিল টাউন হল ঘুরিয়ে দেখান। এসময় অ্যাসেম্বলি মেম্বার ফর সিটি এন্ড ইষ্ট উমেশ দেশাই, লিডার অফ দা কাউন্সিল ড্যারেন রডওয়েল, কেবিনেট মেম্বার ফর এনফোর্সমেন্ট এন্ড কমিউনিটি সেফটি কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি, কাউন্সিলর গিয়াস উদ্দিন মিয়া, কাউন্সিলর সাব্বির জামি সহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, বিকেলে বরা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার গ্রুপ ফুলেল সংবর্ধনা দেন সফররত মেয়র মুজিবুর রহমানকে। টাউন হল মালবেরী প্যালেসে সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক স্পীকার কাউন্সিলর সাবিনা আক্তার, সাবেক স্পীকার খালেস উদ্দিন আহমদ, কাউন্সিলর আসমা আক্তার, কাউন্সিলর মিসহা বেগম, কাউন্সিলর সাব্বিার হোসেন শুভ প্রমুখ। এছাড়া যুক্তরাজ্য সফররত বাংলাদেশের ৭ পৌরসভার মেযর বৃন্দও উপস্থিত ছিলেন। এছাড়াও ব্রিটেনের প্রথম নির্বাহী মেয়র লুৎফুর রহমান ও কনজারভেটিভ লিডার পিটার গোল্ডের সাথে সৌজন্য সাক্ষা্ৎ হয় মেয়র মুজিবুর রহমানের। মেয়র মুজিবুর রহমান উপস্থিত ব্রিটিশ নেত্ববৃন্দকে এসময় বাংলাদেশ বিশেষ করে সমুদ্রনগরী কক্সবাজার ভ্রমনের আমন্ত্রন জানান। সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎের সময় বিলেতের বাঙালী কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।