মোঃ নুর নবী, বোরহানউদ্দিনঃ বন্যার পানিতে দিশেহারা সুনামগঞ্জ ও সিলেটের মানুষ। কয়েকদিন থেকে বিদ্যুৎ, গ্যাসসহ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন এখানকার মানুষ বন্যার ভয়াবহতা বাড়তে থাকায় সারাদেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে জেলা দুটি।
এমন পরিস্থিতিতেও গলাপানি অতিক্রম করে সেখানে খাবার পৌঁছে দিচ্ছেন ভোলা বরিশালের জীবন মাহমুদ(পুলিশ সদস্য)
সিলেট বিভাগের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অনেকেই সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে। তেমনি বসে নেই
বরিশালের পুলিশ সদস্য জীবন মাহমুদ।
জীবন মাহমুদের পক্ষ থেকে আগেই জানানো হয়, সাহায্যের প্রক্রিয়া নিয়ে, পুলিশ সদস্য জীবন মাহমুদ বানভাসিদের সাহায্যে ২ হাজার প্যাকেট খাবার উপহার দিবেন সিলেট ও সুনামগঞ্জে এই শুকনা খাবার আর প্রয়োজনীয় কিছু জিনিস দিচ্ছেন সিলেট আর সুনামগঞ্জে।
প্রতিটি প্যাকেটে ১০ টির মতো আইটেম বা পদ রেখেছেন তিনি জানিয়েছেন প্রতিটি প্যাকেটে আছে ২ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, গুড় ১ কেজি, আধা কেজি,১টা গ্যাসলাইট, ৬পিস মোমবাতি, খাবার স্যালাইন এক বক্স, বিস্কুট ২ প্যাকেট এবং বাচ্চাদের জন্য দুধ
সিলেট পুলিশ লাইন্স থেকে ট্রাক ভর্তি করে পাঠানো হচ্ছে বন্যা দুর্গত এলাকায়। মঙ্গল বার ২০০ ব্যাগ উপহার দেওয়া হয়েছে সিলেট মাছির পুর বস্তিতে বুধবার ৫০০ প্যাকেট উপহার দেওয়া হয় সুনামগঞ্জের ছাতক থানার ভারতের বর্ডারের কাছে এবং বৃহস্পতিবার ২০০ পরিবার কে খাবার খাওয়ানোর পরিকল্পনা আছে জীবন মাহমুদের এবং বাচ্চাদের জন্য দুধ ও ২৫ রকমের মেডিসিন সহ মেডিকেল টিম নিয়ে কাজ করার কথা জানিয়েছেন তিনি।
সদূর বরিশাল থেকে যাওয়া জীবন মাহমুদ কে সিলেটে অসহায় মানুষের পাশে থাকা বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান- বরিশালে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি
সে ধারাবাহিকতায় ছুটি নিয়ে সিলেটে আসা। আল্লাহ পাক চাইলে
চেষ্টা করবো অসহায় মানুষের পাশে থাকতে।
জীবন মাহমুদ আগামী ৭ দিন সিলেটে অবস্থা করবেন বলে জানিয়েছেন।