বাংলাদেশ পুলিশ তাদের কার্যক্রম এনালগ থেকে ডিজিটালি রূপান্তরিত করেছেন। সাধারণ মানুষের ভোগান্তি ও কষ্ট লাঘবে বাংলাদেশ পুলিশ অনলাইন জিডি সেবা চালু করেছে। এখন আর কোন আবেদনকারীকে থানায় গিয়ে জিডি করতে হবেনা। সে তার যেকোনো অবস্থান থেকে অনলাইনে অর্থাৎ ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে মোবাইল,ল্যাপটপ,ডেস্কটপে যেকোনো ধরনের জিডি করতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে জিডির সুবিধা পাবেন।
সম্প্রতি নির্মিত হলো বাংলাদেশ পুলিশের অনলাইন জিডি’র জনসচেতনতায় একটি বিজ্ঞাপন। নির্মাতা গাজী আপেল মাহমুদ এই বিজ্ঞাপনচিত্র সম্পর্কে বলেন – এই বিজ্ঞাপনচিত্রটি অবলোকন করে আপনি জানতে পারবেন, আপনার হারিয়ে যাওয়া এন আই ডি কার্ড,পাসপোর্ট সহ যেকোনো কিছু হারিয়ে গেলে বা খুঁজে পেতে আপনি কিভাবে কি করবেন । বিজ্ঞাপনে অভিনয় করেছেন – নির্মাতা গাজী আপেল মাহমুদ , আবকারিয়ান হিসাব ফাবি, রক্তিমা ইমতিয়াজ মিতু, যুবায়ের খান,রিপন,কদমতলী থানার ওসি প্রলয় কুমার সাহা এবং বিভিন্ন পুলিশদ্বয়।
আইজিপি ড. বেনজীর আহমেদ (বিপিএম-বার) এর নির্দেশনায় অনলাইন জিডির ডকুমেন্টারি নির্মাণে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন – শাহ আলম । ডিআইজি। বাংলাদেশ রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার। সমন্বয়ে ছিলেন এ এস আই জুয়েল রানা এবং পরিচালনা করেছেন – গাজী আপেল মাহমুদ।
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024