তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে সারাদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বন্যার্তদের মধ্যে বিতরন করা হয়েছে। উপজেলা সদর ইউনিয়নের টাকাটুকিয়া গ্রামে বানভাসিদের হাতে উপহার সামগ্রী তুলে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আলী মর্তুজা, উপহার সামগ্রী তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আ,লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন , উপজেলা শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান মতি মিয়া,উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া,দপ্তর সম্পাদক রুকন তালুকদার সহ এলাকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইউপি সদস্য সহ অনেকেই।তাহিরপুর উপজেলার জনতার চেয়ারম্যান বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর দেয়া উপহার বানভাসিদের কাছে তুলে দিচ্ছে, আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে তাদের সাথে গ্রামে গ্রামে ছুটে চলেছি, মনে রাখবেন আওয়ামী লীগ বাছলেই আমি বাছব, আপনারা বাছবেন,আমরা সবাই বাছবো,মহা দুর্যোগে আমাদের প্রানপ্রিয় নেত্রী ছুটে এসেছেন তার প্রিয় জনগনকে দেখার জন্য,তিনি সবাই কে নির্দেশ করেছেন যতক্ষণ পর্যন্ত দুর্যোগ শেষ না হবে ততক্ষন পর্যন্ত বানভাসি মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করার জন্য, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করছি,কেউ যদি কোন সমস্যায় থাকেন আমাকে ফোন করলেই আমি পৌছে যাব আপনাদের সমস্যা সমাধান করার জন্য,আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সর্বদা ভালো রাখেন।
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024