লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ নরসুন্দা নদীর সীমানা নির্ধারণ, সীমানা পিলার স্থাপন, দূষণ-দখল বন্ধ করা কাউনার বাঁধ খুলে দেওয়া, সঠিকভাবে খনন করা এবং সর্বপুরি নদীর প্রবাহ ফিরিয়ে আনার দাবিতে (০২ জুলাই) শনিবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) এর উদ্যোগে কিশোরগঞ্জ নরসুন্ধা নদীর রক্ষার জন্য বিভিন্ন দাবিতে ১১টি সংগঠনের সমন্বয়ে অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষা (পরম) এর আহ্বায়ক অধ্যক্ষ শরীফ আহমেদ সাদীর আহ্বানে ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল জুয়েল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ফিরোজ উদ্দিন, ওয়েপ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপন, দূর্বার মহিলা সংস্থার নির্বাহী পরিচালক হাসিনা হায়দার চামেলী, ডাক্তার সুবীর নন্ধী, আমরা সবুজ শরীর চর্চার আবুল হাসান বাপ্পী, সম্মিলিত সামাজিক আন্দোলনের খায়রুজ্জামান রবিন, পরমের সাধারণ সম্পাদক বাধন রায়, হাওড় বাঁচাও আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও দৈনিক আলোচিত কন্ঠের জেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান খান লিপন, ওয়েপ এর নির্বাহী সদস্য সাংবাদিক কাঞ্চন সিকদার, ফাইজুল হক গোলাপ, এডাব’র সদস্য সাংবাদিক খায়রুল ইসলাম । বক্তারা দাবি করেন, আমাদের সেই ¯স্রোতস্বিনী নরসুন্দা আজ হারিয়ে গেছে। মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। দখলে -দূষণে মেরে ফেলা হচ্ছে। জীববৈচিত্র্য ধ্বংস করা হচ্ছে। ১৯৮০ সালে নরসুন্ধার গলায় ফাঁস লাগানো হয়েছিল। ব্রহ্মপুত্র সাথে সংযোগমুখে বাঁধ নির্মাণ করে নরসুন্ধার পানি প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই থেকে নরসুন্দা নদী ক্রমশ: সরু হতে হতে খালে পরিণত হয়েছে। নরসুন্দায় এখন আর স্রোত নেই। মানববন্ধন শেষে ১১টি সংগঠনের পক্ষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024