বিলালুর রহমান জৈন্তাপুর উপজেলা প্রতিনিধিঃসিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ৪ নং দরবস্ত ইউনিয়নের সেনগ্রাম, কাঞ্জর এবং গর্দনা গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের কো চেয়ারম্যান ও সিলেট জোনের জোন প্রধান মোহাম্মদ খলীলুর রহমান বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় বলেন-মহান আল্লাহ মানুষ জাতিকে বিভিন্ন সময়ে বিপদ-আপদ,বালা- মুসিবত দিয়ে পরীক্ষা করে থাকেন। এই বিপদ আপদের সময় আক্রান্ত মানুষেরা যাতে মহান স্রষ্টাকে স্মরণ করে এবং ধৈর্যের সাথে পরিত্রাণ লাভের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করেন।
আর যারা আক্রান্ত নয়, তারা যেন বিপদগ্রস্ত, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, মহান আল্লাহ সেটাও পরীক্ষা করে থাকেন।
অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানুষের নৈতিক দায়িত্ব। এতে প্রকৃত মনুষ্যত্বর পরিচয় বহন করে। অসহায় মানুষের সেবা করা একটি উত্তম ইবাদত ।
ত্রাণ সামগ্রী বিতরণে আরো উপস্থিত ছিলেন এনডিএফ বিডি র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শুভ্র, এনডিএফ বিডি হবিগঞ্জ জেলা প্রধান এমসি কলেজের ছাত্র আবু কায়সার মো. সিজান, শ্রমিক কল্যাণ ফেডারেশন জৈন্তাপুর শাখার সভাপতি গিয়াস উদ্দিন, অনলাইন এক্টিভিটিস এবং মানবাধিকার কর্মী মোঃ আম্বিয়া হোসাইন,ইমরান আহমদ, শাখাওয়াত হোসেন তুহিন,নজরুল ইসলাম প্রমুখ।