রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধিঃ জগন্নাথপুরে ইউকে বাংলা টিভির উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বন্যার্ত ও বানভাসি শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইউকে বাংলা টিভির চেয়ারম্যান, যুক্তরাজ্যস্থ টেলিভিশন উপস্থাপক ও প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব তৌফিক আলী মিনার এর আর্থিক সহায়তায় ও ইউকে বাংলা টিভির ব্যুরো প্রধান এবং জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়ার সার্বিক তত্বাবধানে
মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১২ টায় জগন্নাথপুর অফিসে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা অলি উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ রহমান, জগন্নাথপুর রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আলী হোসেন খান, সাংবাদিক বিপ্লব দেবনাথ, সাংবাদিক ফজলুর রহমান, সাংবাদিক রনি মিয়া প্রমূখ।
এসময় বক্তারা বলেন, স্বরণকালের ভয়াবহ বন্যায় মানুষের সবকিছু পানিতে তলিয়ে গেছে । বন্যার্ত মানুষরা এখন খুবই কষ্টে রয়েছেন।
ইউকে বাংলা টিভি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে খাদ্য সহায়তা দিয়ে মানুষের মুখে হাঁসি ফুটিয়েছে । এই মহতি উদ্যোগেের জন্য ইউকে বাংলা টিভি প্রশংসার দাবিদার।
বক্তারা আরো বলেন, ইউকে বাংলা টিভির চেয়ারম্যান ও যুক্তরাজ্যের বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব তৌফিক আলী মিনার একজন সাদামনের মানুষ।
তিনি প্রবাসে থেকেও নাড়ীর ঠানে দেশের বিভিন্ন উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। সিলেটের বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় তিনি বানভাসি মানুষকে সহযোগিতার জন্য নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন ।
তাঁর জন্মভূমি জগন্নাথপুর উপজেলায় বন্যার্ত মানুষের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
বিপদে পাশে থাকার জন্য এই মানবিক মানুষকে বানভাসিরা আজীবন স্বরণ রাখবে।