মোঃ হামিদুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে আজ ৬/৭/২০২২খ্রিঃ
১নং ওয়াডের রতিরাম পাঠান পাড়া পল্লীসমাজ পুর্ন গঠন করা হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির পল্লীসমাজ।
লক্ষ।
নারী পুরুষ এবং কিশোর কিশোরীদের অংশগ্রহণের মাধ্যমে সহিংসতা মুক্ত পরিবার গঠন এবং সমাজের নারীর প্রতি সহিংসতা হ্রাস করুন।
উদ্দেশ্য ঃ
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ও প্রতিকারে নারী ও পুরুষ এবং কিশোর কিশোরীদের নিয়ে গঠিত করা।
সমাজে প্রচলিত বৈষম্য মূলক রীতিনীতিকে চ্যালেঞ্জ কর এবং ইতিবাচক পুরুষালী আচরণ বিকাশের উদ্বুদ্ধ করা।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার স্থানীয় পর্যায়ে নেটওয়ার্ক তৈরির মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলা।
এ সময় উপস্হিত ছিলেন অত্র ওয়াডের নারী পুরুষ এবং কিশোর কিশোরী, এদের মধ্যে থেকে ২০ টি পরিবারের নারী পুরুষ এবং কিশোর কিশোরীদের নিয়ে গঠন করা হয়
উদেশ্য হল সহিংষতামুক্ত পরিবার গঠন এবং নারীর প্রতি সহিংষতা হ্রাস করা,ও পল্লীসমাজ পূর্ণ গঠন করা হয়।
মোঃ আনোয়ার হোসেন অফিসার সেল্ প ব্রাক রাজারহাট কুড়িগ্রাম