স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ খুলনার দাকোপ থানপুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজা সহ সুমন সরদার (৩০) নামে এক গাঁজা ব্যবসায়ী কে আটক করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানাযায় থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্বল কুমার দত্ত এর নির্দেশনায় ৭ জুলাই বৃহস্পতিবার ( নিঃ) মোঃফারুক হোসেন, সঙ্গীয় এএসআই (নিঃ)ইমরান হোসেন এএসআই (নিঃ)শরিফুল ইসলাম কং /১১২৮ মোঃআমির হামজা
কং/৫৬৫মোঃখোরশেদ আলম,কং/৫২০মীর জুবাইন,এর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে দাকোপ থানার উত্তর কামিনী বাসিয়া নিশান খালী গ্রামের বিশ্বজিত সরদারের ছেলে সুমন সরদার (৩০) কে ৫০ গ্রাঁম গাঁজা সহ আটক করে পুলিশ।পরবর্তিতে উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রক
আইন ৩৬(১) সারণির (ক)মামলা রজু করে আজ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024