রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধিঃ বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্ট, রসুলপুর, চিলাউড়া, জগন্নাথপুর সুনামগঞ্জের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় ৪০০ টি পরিবারের মধ্যে পবিত্র ঈদউল আযহা উপলক্ষে নগদ প্রায় তিন লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। ৯ জুলাই রোজ শনিবার সকাল ১১ ঘটিকায় বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্টের আয়োজনে ট্রাস্টের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের বাড়িতে রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আনোয়ার মিয়ার সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি তরুন সমাজকর্মী আবুল হাশিম ডালিম এর পরিচালনায় নগদ অর্থ বিতরণী অনুষ্টান ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। নগদ অর্থ বিতরণী অনুষ্টান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হারুনুর রশিদ হারুন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনহার মিয়া (সাবেক মেম্বার), চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম খসরু, বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্টের চেয়ারম্যান ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জামাল উদ্দিন আহমদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সাবেক মেম্বার আহমদ আলী, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির দাতা সদস্য তোতা মিয়া প্রমুখ। অনুষ্টানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা জিল্লুল রশিদ লিল, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আঙ্গুর মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনু মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হানিফ উল্লা, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সাজন মিয়া, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হাজী ফজলুল রহমান ফজলু, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও রসুলপুর জামে মসজিদের মোতাওল্লী আমজদ খান, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মনু মিয়া, রসুলপুর গ্রামের আকল মিয়া, গুলজার মিয়া, জুয়েল মিয়া, আব্দুল মান্নান, আব্দুল অধুদ, আলতাব খান, ফজল খান, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মাসিব খান, ট্রাস্টের সদস্যা রেজু আক্তার সহ এলাকার মায়-মুরুব্বি, যুবক বৃন্দ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ফরহাদ মিয়া।অনুষ্টানে বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্টের পক্ষ থেকে ট্রাস্টের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমদ, ট্রাস্টের সদস্য কামাল মিয়া, সদস্য ইমরান উদ্দিন, সদস্য সম্মাট আকবর, সদস্য আনিসুর রহমান সাদ্দাম, সদস্য শাহাদাত হোসেন, সদস্যা রেজু বেগম, সদস্যা রেনু আক্তার, সদস্যা পারুল আক্তার এর অর্থায়নে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৪ টি ওয়ার্ডের (২, ৩, ৪ ও ৫,) চিলাউড়া সমধল, পন্ডিতা, চিলাউড়া আশিঘর, চিলাউড়া পুর্বপাড়, মাঝপারা, রসুলপুর, উত্তর রসুলপুর, হলদিপুর ও কবিরপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় ৪০০ টি পরিবারের মধ্যে নগদ প্রায় ৩ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।অনুষ্টানে মরহুম হাজি সোনা মিয়ার প্রতি শ্রদ্ধা রেখে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়েছে।মরহুম হাজী সোনা মিয়া তার সহধর্মিনী মরহুমা বেগম আনোয়ারা তাদের মেয়ে মরহুমা শিউলী আক্তারের মাগফিতার কামনা করা হয়েছে। ট্রাস্টের চেয়ারম্যান জামাল উদ্দিন সহ সকল সদস্য সদস্যার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়েছে।
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024