গোবিন্দগঞ্জের রাজাহার ইউনিয়নের রাজাহার গ্রামের ৪০ শতক জমির বলানে আগাছা নষ্ট করার বিষ দিয়ে কৃষকের ক্ষতি করলো দুর্বৃত্তরা। রাজাহার গ্রামের মৃত বাদল শেখের ছেলে মেছের আলী,আমির উদ্দিনের ছেলে ওবাইদুর ও মেছের আলীর ছেলে আলম মিয়া ধান চাষের জন্য ৪০ শতক জমিতে বলান ফেলে। ঐ বলানে শনিবার দিবাগত রাতে কে বা কাহারা ঘাস মারা বিষদিয়ে নষ্ট করে। ঈদের দিনে ঈদের নামাজের পর জমিতে গিয়ে দেখে ৪০ শতক জমির সব চারা নষ্ট হয়ে গেছে। এলাকাবাসী সুত্রে জানাযায়,৪০ শতক জমির বলান দিয়ে ৩০ একর জমির ধান রোপন করা যেত। রাজাহার গ্রামের এক কৃষক বলেন মেছের আলী অন্যের জমি বর্গাচাষ করে সংসার চালায়। ধান রোপন করার জন্য জমি তৈরি করেছে কিন্তু শত্রুতা করে তার সব বীজতলা নষ্ট করে দিয়েছে সে যাতে আর জমি চাষ করতে না পারে। মেছের আলী বলেন, আমি কারো ক্ষতি করিনা কিন্তু আমার এত বড় ক্ষতি কে করলো এমন কথা বলতে বলতে জ্ঞান হারীয়ে মাটিতে পরে যান। তারপর এলাকাবাসী তাকে ধরাধরী করে মাথায় পানি দিয়ে সুস্থ করে। তিনি আরো বলেন, আমি এখন কিভাবে ধান লাগাবো এখন তো বীজতলা তৈরি করার সময় নাই। ধান রোপনের জন্য জমি তৈরি করেছি আমি চারা পাবো কোথায়। গ্রামের অন্য এক কৃষক বলেন এই চারা গুলো রোপন করলে অন্তত ১২০০ মন ধান পাওয়া যেত কিন্তু এখনতো সব চারা নষ্ট হয়ে গেছে। এর বিচার না হলে আমারতো যে কোন সময় নষ্ট করতে পারে।
উক্ত ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে।