বিলালুর রহমান জৈন্তাপুর উপজেলা প্রতিনিধিঃ
শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জৈন্তাপুর উপজেলা শাখা।
শ্রমিকদের যে কোন সমস্যা, বিপদ-আপদে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাশে থেকে সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করছে। মহামারি করোনায় বিপর্যস্ত সারাদেশের শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, কোরবানির গোশত বিতরণসহ বন্যায় কবলিত মানুষের পাশে থাকার চেষ্টা করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠেও কাজ করছে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সদা তৎপর।
১৪ জুলাই রাত ৯ টায় দরবস্ত বেলচা শ্রমিক দের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের জৈন্তাপুর উপজেলা শাখার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং শামিম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান।
বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃহাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মাও শামিম আহমদ সাংবাদিক বিলালুর রহমান, মামুন আহমেদ, দরবস্ত বেলচা শ্রমিকের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্যে আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, শ্রমজীবী মেহনতি মানুষের মুক্তি ছাড়া এদেশের টেকসহি উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের যে কোন বিপদ-আপদ, সমস্যায় পাশে থাকার চেষ্টা করছে। ভবিষ্যতেও শ্রমিক কল্যাণ পাশে থাকবে, ইনশাআল্লাহ। তিনি ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।