লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে মাটিতে পুতে রাখা ড্রাম থেকে সাড়ে আট কেজি গাজা উদ্ধার করেছে র্যাব কিশোরগঞ্জ ক্যাম্প। অবৈধ এ গাজা রাখার অভিযোগে মো: কামাল (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী জেলার করিমগঞ্জের মোলামখার চরের মৃত আব্দুল কাদিরের পুত্র।র্যাবের প্রেস রিলিজ থেকে জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে। এ তথ্যের সত্যতা পেলে ওই মাদক ব্যবসায়ীর উপর নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালায় র্যাব। এর পরিপ্রেক্ষিতে (১৬ জুলাই) শনিবার রাত পৌনে দশটার দিকে জেলার করিমগঞ্জ উপজেলাধীন মোলামখার চর এলাকা হতে আসামী মোঃ কামাল (৩৮) কে আটক করা হয়। র্যাব আাসামী কামালের ঘরে তল্লাশি করে রান্না ঘরের মেঝেতে ড্রামে করে পুতে রাখা সাড়ে আট কেজি গাজা পায়। সেসময় তার দেহ তল্লাশী করে ২৯ পিস ইয়াবা ও ১ট পাঁচশত
টাকার জাল উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাজা ও ইয়াবা ক্রয় ও বিক্রয়ের পাশাপাশি জাল নোটের কারবার করে আসছিল বলে র্যাবের কাছে স্বীকার করে। এ বিষয়ে আটককৃত কামালের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি পৃথক মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।