জাহাঙ্গীর খাঁন,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আশ্রয়ন প্রকল্প -২ এর অধীনে (৬০) ভূমিহীন পরিবারের মাঝে সরকারিভাবে গৃহ বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার গণভবন থেকে সরাসরি সম্পচারিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারা দেশের বিভিন্ন জেলা -উপজেলার মত ভেড়ামারাতেও এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নান্নু খান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস, এম আনসার আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উক্ত প্রকল্পের আওতায় যাচাই বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত (৬০) ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমি ও বাড়ির দলিল হস্তান্তর করা হয়েছে।
উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের (২৮) পৌরসভার (১১) ধরমপুর ইউনিয়নে (১৪) মোকারিমপুর ইউনিয়ন (১) চাঁদগ্রাম ইউনিয়নের (৬) জনসহ মোট (৬০) জন গৃহহীন পরিবারের হাতে গৃহের দলিলপত্র হস্তান্তর করেন।
উল্লেখ্য, মুজিব শতবর্ষ উপলক্ষে ভেড়ামারা উপজেলায় ইতোমধ্যে মোট ২৩৮ ভূমিহীন পরিবারকে গৃহ বরাদ্দ দেওয়া হয়েছে।।