মিজানুর রহমান (লাভলু),কানাইঘাট প্রতিনিধিঃবন্যায় ক্ষতিগ্রস্থ কানাইঘাট উপজেলার আরো ৬০টি পরিবারকে পুর্নবাসনের জন্য সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় নিবার্হী কর্মকতার্র কার্যালয়ের সামনে বন্যায় ক্ষতিগ্রস্থ ৬০টি পরিবারকে সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের নির্দেশনায় প্রধানমন্ত্রীর উপহারের ২বান করে ডেউটিন ও
নগদ ৬হাজার টাকা করে প্রদান করেন উপজেলা নিবার্হী কর্মকতার্ সুমন্ত ব্যানার্জি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, দক্ষিন বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাষ্টার লোকমান উদ্দিন, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান মাস্টার রফিক আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। ডেউটিন ও নগদ সহায়তা প্রদানকালে নিবার্হী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন বন্যা পরবর্তী পুনবার্সনের লক্ষ্যে ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলার ৪৫০টি পরিবারকে ঘর বাড়ী মেরামতের জন্য প্রত্যেককে ১০ হাজার
টাকা করে প্রধানমন্ত্রীর উপহারের ৪৫ লক্ষ টাকা বিতরণ সম্পন্ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলার আরো ৬০টি ক্ষতিগ্রস্থ পরিবারকে পুনবার্সনের লক্ষে
প্রধানমন্ত্রীর উপহারের ডেউটিন ও নগদ সহায়তা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্থ সকল ঘর-বাড়ী মেরামতের জন্য এধরনের প্রদক্ষেপ গ্রহন করা হচ্ছে বলে তিনি জানান।
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024