রাসেদুল ইসলাম রাসেল,সোনারগাঁ,নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্লাস্টিক বস্তায় চাল বিক্রির অপরাধে নগদ অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। সোনারগাঁ হাবিবপুরের তিনটি বড় চালের আরৎদার কে এই অর্থদন্ড প্রদান করা হয়। সোনারগাঁ খাদ্য ভান্ডার কে – ২০০০০ টাকা, সাদিয়া রাইস এজেন্সী কে – ১০০০০ টাকা, নিঝুম রাইস এজেন্সী কে – ১০০০০ টাকা জরিমানা করা হয়।
এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সোনারগাঁ সহকারী ভূমি কর্মকর্তা মোঃ ইব্রাহীম।সাথে ছিলেন নারায়ণগঞ্জ জেলা পাট উন্নয়ন সহকারী কর্মকর্তা ঝর্না আক্তার, সোনারগাঁ থানার সাব ইনিসপেক্টর শরীফ সহ অন্যান্য কর্মকর্তারা।
সাংবাদিকগণের প্রশ্নের জবাবে জনাব ইব্রাহীম বলেন, প্লাস্টিকের মত একটি অপচনশীল বস্তু ব্যবহারে পরিবেশ মারাক্তক ক্ষতি গ্রস্ত হচ্ছে। সরকারের নির্দেশ মেনে সব দোকানদারা যদি পাটের বস্তা ব্যবহার করে তাহলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে এবং পাট চাষ করা কৃষকরা পাট চাষে উৎসাহিত হবে।