মোঃ পারভেজ খান মোংলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় পেঁপের সাথে হলুদের আন্তঃ ফসলের চাষ-এর উপর মাঠ দিবস পালন করা হয়। বৃহঃবার বেলা ৩ টায় মাছমারা গ্রামে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মোংলা পোর্ট পৌরসভার দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা,জনাব, মোঃ মোকাররম হোসেন এর সঞ্চালনায়, মোংলা পৌর আওয়ামী লীগের সম্মানিত কোষাধ্যক্ষ
জনাব সেলিম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র উপজেলার স্বনামধন্য উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব শেখ শাখাওয়াত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি পেঁপের সাথে আন্তঃফসল হলুদের চাষাবাদ সম্পর্কে আলোচনা করেন,তিনি অনাবাদি জমিকে আবাদের আওতায় এনে দারিদ্রতা ও বেকারত্ব দূরীকরণের কথা বলেন।এছাড়াও মোংলার জলবায়ু ও ভৌগোলিক চ্যালেঞ্জকে জয় করে বসতবাড়িতে সবজি চাষ, ঘেরের আইলে সবজির চাষ,বস্তায় সবজি চাষ,ভার্মি কম্পোস্ট তৈরি,ছাদ কৃষি ও ঘের এলাকায় আমন ও বোরো ধানের চাষাবাদ বৃদ্ধির বিষয়ে কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনাব দীপংকর মন্ডল,উপ-সহকারী কৃষি কর্মকর্তা,অত্র উপজেলা।
উক্ত মাঠ দিবসে বক্তব্য রাখেন চাষি জীবন্ত মন্ডল, লালমিয়া,পারভেজ খান,মিলন হাওলাদার বাদশা, ছবি রানী,বশিরউদ্দিন প্রমুখ। পরে উপজেলা কৃষি অফিসারসহ অতিথিবৃন্দ প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী পরিদর্শন করেন।