এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগুনে পুড়েছে এক মোবাইল ব্যবসায়ীর কপাল। আগুন লাগার খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনলে অন্য দোকানগুলো ক্ষতির হাত থেকে রক্ষা পায়। ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে পৌরশহরের জহির কমপ্লেক্সে (ইসলামী ব্যাংকের নিচ তলা) রাফি টেলিকম আগুনে পোড়ার ঘটনা ঘটে। আগুনে দোকানের মোবাইল ফোন, ব্যাটারী, চার্জার, মোবাইল টাচ, ডিসপ্লে, সার্ভিসিং মেশিন ও ডেকোরেশন সহ সবকিছু পুড়ে যায়। প্রায় ৯ লাখ টাকার মালামাল আগুনে পোড়ার ঘটনায় পথে বসেছে ব্যবসায়ী রফিকুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে রফিকুল ইসলাম জানান, আমি ব্যাংক থেকে ঋণ করে ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করতাম। শুক্রবার ভোর রাত ৪টা ৫০মিনিটে মার্কেটের সিকিউরিটি গার্ড মোবাইলে আমাকে আগুন লাগার কথা জানায়। এসে দেখি আমার সারা জীবনের সম্বল প্রায় ৯ লাখ টাকার মালামাল সবই ভষ্মিভূত হয়েছে। কিছুই অবশিষ্ট নেই।