আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ রাজাপুর উপজেলা উদযাপন কমিটি এ আয়োজন করেন।
মতবিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ: দা:) মো. মোজাম্মেল হক লিখিত বক্তব্যে বলেন, “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই সপ্তাহব্যাপী সারা বাংলাদেশের ন্যায় রাজাপুরেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপিত হতে যাচ্ছে। রাজাপুর উপজেলার ১,৪৮,৪৯৪ জন জনসংখ্যার জন্য মাছের চাহিদা রয়েছে ৩২৪৩.০ মেঃ টন। উপজেলার মুক্ত ও বদ্ধ জলাশয়ে মোট উৎপাদিত মাছের পরিমান ৩৩৮০.৬ মেঃ টন। যা আগামী ২০২৬ সালে ৩৬০০ মেঃ টন উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি। ইতোমধ্যে রাজাপুরে দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মাছ চাষ এবং ঝিনুকে মুক্তাচাষ কার্যক্রম ২০২১-২২ অর্থ বছরে শুরু হয়েছে।
তিনি এ সময় মৎস্য সপ্তাহের প্রতিটা দিনের নির্ধারিত কর্মসূচিও ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে, ১ম দিনে মাইকিং ও প্রচার প্রচারনা, সাংবাদিকদের সাথে মতবিনিময়। ২য় দিনে সড়ক র্যালি, পোনামাছ অবমুক্ত করন, অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষিদের পুরষ্কার প্রদান, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন। ৩য় দিনে প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষ ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মতবিনিময়। ৪র্থ দিনে অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা। ৫ম দিনে মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি পানি পরিক্ষা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন। ৬ষ্ঠ দিনে মৎস্যজীবীদের মাঝে বৈধ জাল বিতরণ। ৭ম দিনে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।
তিনি জাতীয় স্বার্থে সপ্তাহব্যাপী এসব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সভায় প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীগন উপস্থিত ছিলেন।