সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ কুড়িগ্রামে সারাদেশের মতো মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”
জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে (২৩ জুলাই) শনিবার দুপুরে মৎস্য বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায়। এ সময় উপস্থিত ছিলেন খামার ব্যবস্থাপক সামসুজ্জামান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধিগণ।
মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত ৭দিন ব্যাপী জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এ মৎস্য সপ্তাহের কর্মসূচি পালন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয় । সপ্তাহ ব্যাপী এ কর্মসূচিতে পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্যজীবীদের সাথে আলোচনা সভা, মৎস্য চাষে নিবিড় পরামর্শ প্রদান, মাছের পোনা বিতরণ, পুরস্কার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে ।
অন্যদিকে, জেলার উপজেলা গুলোতেও “মৎস্য সপ্তাহ” উপলক্ষে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
উলিপুর উপজেলা পরিষদের হলরুমে ‘মৎস্য সপ্তাহ ২০২২ “উপলক্ষে সকাল ১১ টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উলিপুর উপজেলা নির্বাহি অফিসার বিপুল কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার ও উপজেলা সিনিয় মৎস্য কর্মকর্তা তারিফুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী গন উপস্থিত ছিলেন।