মোঃ পারভেজ খান মোংলা প্রতিনিধিঃ গতকাল শুক্রবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টায় সরকার ঘোষিত ৬৫ দিনের সমুদ্রে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। বিভিন্ন মাছের আড়তেও দু মাস পরে কর্মচাঞ্চল্য ফিরেছে। ইলিশ সহ বিভিন্ন মাছের প্রজনন মৌসুম হওয়াতে প্রতিবছরের ন্যায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার যাতে সারা বছর নদী-নালা খাল মিলে পর্যাপ্ত মাছ পাওয়া যায়। এই নিষেধাজ্ঞা আজ শেষ হতে চলেছে।
মোংলা উপজেলা সহ আশপাশের উপকূলীয় উপজেলাতে ইতিমধ্যেই গভীর সাগরের মাছ ধরা জেলেরা তাদের মাছ ধরার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
মাছ ধরা শুরুতে অনেকটা উৎসবের আমেজ তৈরি হয়েছে জেলেদের মাঝে। তবে করোনাভাইরাস ঠেকাতে চলমান কঠোর লকডাউনের কারণে অনেক স্থানে শঙ্কাও দেখা গেছে জেলেদের মাঝে।
দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় দেখা যায়, ট্রলার-নৌকা মেরামত, নতুন জাল তৈরি এবং পুরনো জাল সেলাইসহ সমুদ্রে মাছ ধরার সব প্রস্তুতি শেষ করে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার মুহূর্তটির অপেক্ষায় আছেন মৎস্যজীবীরা।
এবছর পর্যাপ্ত পরিমাণে মাছ আহরনে আশাবাদী উপকূলীয় জেলেরা। তবে নিষেধাজ্ঞার সময় পর্যাপ্ত সহযোগিতা পাওয়ার আশাবাদ প্রকাশ করেছেন তারা ।