রাকিব হোসেন, ঢাকাঃপাবনা জেলার আতাইকুলা থানাধীন এলাকাকে উপজেলা হিসেবে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন, উপজেলা বাস্তবায়িত না হওয়ায় দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জনপদ পিছিয়ে পড়েছে।
ঢাকাস্থ পাবনা সমিতি, সাঁথিয়া উপজেলা সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানববন্ধনে সংহতি জানানো হয়। বক্তারা বলেন, পাবনা জেলার প্রাণকেন্দ্র ও জেলার বিভিন্ন উপজেলায় যাতয়াতের সংযোগস্থল এই আতাইকুলা। মুক্তিযুদ্ধের সময় এই জনপদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাছাড়া উপজেলা বাস্তবায়নে প্রায় সব শর্তও পূরণ করেছে এই জনপদ।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের আমলে বিভিন্ন সময় প্রশাসনিক পূনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি (নিকার) অনেক থানাকে উপজেলায় রূপান্তরিত করেছে। অথচ বারবার দাবি জানানো হলেও আতাইকুলা থানাকে উপজেলা বাস্তবায়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আতাইকুলা উপজেলা বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রব, পাবনা সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. তোরাব আলী খান, আতাইকুলা থানা সমিতি ঢাকার সাবেক সভাপতি রবিউল আলম রতন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান এবং যুবলীগের কেন্দ্রীয় সদস্য কামরুল ইসলাম কাননসহ আরও অনেকে।