এস.এম.বিপু রায়হান,সিরাজগঞ্জ প্রতিনিধিঃসরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া রং দেওয়া চিপস বিক্রির দায়ে আরও এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে উল্লাপাড়া পৌর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
মাহমুদ হাসান রনি এসব তথ্য নিশ্চিত করে বলেন, সরকার সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা লিটার নির্ধারণ করেছে।
গত ২০ জুলাই থেকে সেটা কার্যকর করার কথা থাকলেও উল্লাপাড়া বাজারের আজাদ স্টোরে ২০০ টাকা লিটার বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে আজাদ স্টোরে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই বাজারের হরেকৃষ্ণ স্টোরে রং দেওেয়া খোলা চিপস বিক্রির দায়ে দোকানের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।