এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার গোবিন্দগঞ্জে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দো-তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, একটি আরসিসি গার্ডার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোত্তালিব নগর উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও আলোচনা সভায় অংশ নিয়েছেন ৩২, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ প্রকৌশলী মো. মনোয়ার হোসেন চৌধুরী।
মঙ্গলবার (২৬ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউপির উপ-স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন স্থানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের (ভবন) ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুর অঞ্চলের বাস্তবায়নে ভবনটি ৪ কোটি ৩২ লাখ ৬২ হাজার টাকা ব্যায়ে নির্মাণে হচ্ছে। ভিত্তিপ্রস্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসা. মাহবুবা খাতুন অনুষ্ঠানে সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলতা মাসুল ইসলাম শিল্পীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ৩২, গাইবান্ধা-৪ আসনের এমপি মনোয়ার হোসেন চৌধুরী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌলী কাজী শামসুল আলম, গাইবান্ধা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুরের নির্বাহী প্রকৌশলী মনি কুমার শর্মা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাওয়ান মুন্সি প্রমুখ।
এর আগে রাত ৭টার দিকে মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ ভায়া সরদারহাট সড়কের পুনতাইরে ১৫ মিটার আরসিসি গার্ডার সেতুর উদ্বোধন করেন এমপি। ২ কোটি ১২ লাখ টাকা ব্যায়ে সেতুটি পুন: দরপত্রের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে। এসময় বক্তব্য রাখেন গাইবান্ধা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী আ. লতিফ, শিবপুর ইউপি চেয়ারম্যান ভিপি সেকেন্দার আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলতামাসুল ইসলাম শিল্পী, সৈয়দ তোফায়েল আহমেদ এলিন, যুবলীগ নেতা নুরুন্নবী সরকার নান্নু, এমপির পিএ খায়রুল আলম প্রমুখ।
এদিন বিকাল ৪টায় উপজেলার কামদিয়া ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে মোত্তালিব নগর উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন ও আলোচনা সভায় যোগদেন প্রকৌশলী মো. মনোয়ার হোসেন চৌধুরী এমপি।
দিনব্যাপী সকল অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।