উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের চরসোনাকুর গ্রামের মোতালেব সরদারের পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছে এমন দাবি তুলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা ও ন্যায় বিচার কামনা করেছেন।
২৭ জুলাই (বুধবার) বিকাল ৫ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কচুয়া উপজেলা শাখায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে আমিরুননেছা স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে শিহাব সরদার।এসময় মোতালেব সরদার তার স্ত্রী আমিরুন নেছা ও ছেলে শিহাব সরদার উপস্থিত ছিলেন।
উল্লেখিত সংবাদ সম্মেলনে উল্লেখ করেন জুলাই মাসের ২৪ তারিখ সন্ধ্যা ৭ টায় মোতালেব সরদার কুদ্দুসের দোকানের সামনে গেলে জাকির শেখ তাকে মারধর সহ তার জায়গার কাছে না যাওয়ার হুমকি দেয়।এসময় সামান্য কথা-কাটাকাটির এক পর্যায়ে জাকির শেখ তাকে প্রথমে একদফা মারধর করেন বলে অভিযোগ করেন।এর পর আবারও সেরাজ শেখ সাইদুল সেখকে সাথে নিয়ে মোফাজ্জেল সরদারের হুকুমে জাকির শেখ সহ শেরাজ শেখ এবং সাইদুল শেখ ঘরের ভিতর এসে অতর্কিত হামলা চালায়।এ সময় তাকে খুন করার উদ্দেশ্যে সুপারি গাছের মোটা লাঠি ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে শুরু করে।এতে তার মাথা ও কান কেটে যায়।পরবর্তীতে কচুয়া সদর হাসপাতালে গেলে তার মাথায় ৭ টি সেলাই ও কানে ৭ টি সেলাই দেওয়া হয়েছে।এছাড়া সংবাদ সম্মেলনে উল্লেখ করেন মারামারির সময় সেরাজ শেখ তার ধান বিক্রির ১৫ হাজার ৭ শত টাকা নিয়ে যায়।এ ঘটনা নিয়ে পরবর্তীতে বারাবাড়ি করলে হত্যার হুমকি দেয় এবং থানা কোর্টে মামলা করার চেষ্টা করলে বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়।এ সময় সংবাদ সম্মেলনে পরিবারটি নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন।
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024